সারাদেশ

যাত্রাবাড়ী থেকে গ্রেফতার জামায়াতের ৪৬ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক : নাশকতার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় থেকে গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মামুন মাতুব্বর। অপরদিকে, তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার উদ্দেশ্যে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় জনগণ ও পুলিশের জানমাল রক্ষার্থে তাদের আটক করার জন্য ধাওয়া করলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

Share

Follow us