সারাদেশ

বান্দরবানে কোয়ান্টাম ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

ওপেন প্রেস ডেস্ক : বান্দরবান জেলার লামা উপজেলার গরীব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। আজ ১২ জানুয়ারি, ২০২৪ শুক্রবার ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫শ’ শীতার্ত পরিবারকে দেয়া হয় কম্বল।

আজ সকালে উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়াস্থ কোয়ান্টা ‘র মাতৃমঙ্গল-প্রবীণ সেবাকেন্দ্র প্রাঙ্গনে কম্বল বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক।

কোয়ান্টাম ফাউন্ডেশনের চট্টগ্রাম কেন্দ্রের অর্গানিয়ার কো-অর্ডিনেশন এসএম সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, চট্টগ্রাম মাতৃমঙ্গল কার্যক্রমের উপদেষ্টা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও কোয়ান্টাম মসজিদ কমপ্লেক্সের সহ-সভাপতি মাওলানা মুসতাফা মুনীরুদ্দীন। বাসস

Share

Follow us