সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি’র চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দাওয়াত প্রদান
ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : এ বছরের ‘সশস্ত্র বাহিনী দিবসে’ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ বিএনপি’র ২৬ জন দাওয়াত পেয়েছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে আজ ১৯ নভেম্বর, ২০২৪ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ দাওয়াত পত্র পৌঁছে দেওয়া হয়। খবর বাসস।
একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এ দাওয়াত পত্র গ্রহণ করেন। চেয়ারপার্সনের একান্ত সচিবের উদ্ধৃতি দিয়ে বিএনপি’র মিডিয়া সেল আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।