জাতীয়

ঢাকাস্থ ইকড়ি ইউনিয়ন কল্যাণ সমিতি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উযযাপন

রওশন ঝুনু, ঢাকা :  ঢাকাস্থ ইকড়ি ইউনিয়ন কল্যাণ সমিতি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উযযাপন করা হয়েছে।

আজ ২১ অক্টোবর ২০২৩ শনিবার সমিতির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উযযাপন উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মওলানা আকরাম খাঁ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও গবেষক আল আমিন বিন হাসিম সভায় সভাপতিত্ব করেন। সভায় সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা মাসুদ হাওলাদার, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটলিজি বিভাগের প্রফেসর ডাঃ এবিএম ইউনূস এর ফরেনসিক মেডিসিন বিভাগের প্রফেসর ডাঃ মোঃ শাহ আলম, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কায়সারুল আলম এবং সহকারি পুলিশ সুপার মনিরুল ইসলাম।

সভাটি সঞ্চালনা করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সাহেব।

সভায় উপস্থিত ইকড়ি ইউনিয়নের আরও অনেক গণ্যমান্য নাগরিকগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। ঢাকায় ‘ইকড়ি ইউনিয়ন কল্যাণ সমিতি’ ২ অক্টোবর ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো বলে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও গবেষক আল আমিন বিন হাসিম জানান।

আলোচনা সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও প্যালেস্টাইনে ইসরাইলী বাহিনীর বর্বরোচিত হামলার বিরুদ্ধে বাংলাদেশ সরকার কর্তৃক আজ রাষ্ট্রীয় শোক ঘোষণার প্রেক্ষিতে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

Share

Follow us