আর্ন্তজাতিক

পাকিস্তানে জঙ্গি হামলায় ৮ সেনা সদস্য নিহত

ঢাকা, (১৯ নভেম্বর, ২০২৪), ওপেন প্রেস ডেস্ক/বাসস : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দু’টি হামলায় ৮ সেনা সদস্য নিহত এবং ৭ পুলিশ কর্মকর্তা অপহৃত হয়েছে। পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা আজ ১৯ নভেম্বর, ২০২৪ মঙ্গলবার এএফপি’কে এই খবর জানিয়েছেন। খবর বাসস।

পাকিস্তানের পেশোয়ার থেকে এএফপি এই খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, গতকাল সোমবার এক সংঘর্ষে ‘আট সৈন্য’ এবং ‘নয় জঙ্গি’ নিহত হয়েছে। পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন, পৃথক আরেকটি হামলায় ‘সাত পুলিশ কর্মকর্তা অপহৃত হয়েছে।’

Share

Follow us