শিল্প-সাহিত্য-সংস্কৃতি

পথের পাঁচালীর ‘দুর্গা’ উমা দাশগুপ্ত আর নেই

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের সিনেমা ‘পথের পাঁচালী’র সেই কিশোরী ‘দুর্গা’ উমা দাশগুপ্ত আর নেই।

তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৮ নভেম্বর, ২০২৪ সোমবার  সকালে পরলোকগমন করেন। খবর বাসস।

অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী গণমাধ্যমকে জানান- বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সোমবার সকালে তিনি পরলোকগমন করেন। চিরঞ্জিৎকে অভিনেত্রীর কন্যা দুঃসংবাদটি দেন বলেও জানান অভিনেতা।

১৯৫৫ সালের সাদা-কালো ছবির দুনিয়ায় সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘পথের পাঁচালী’র সেই অনবদ্য দুর্গার চরিত্রটি এতবছর পেরিয়েও এখনো দর্শক হৃদয়ে জীবন্ত বলা চলে।

উমা দাশগুপ্ত পেশাগত জীবনে শিক্ষক ছিলেন। শৈশব থেকেই থিয়েটার করতেন এ অভিনেত্রী। তিনি যে স্কুলে পড়তেন সেখানকার এক শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের খুব ভালো সম্পর্ক ছিল। ওই শিক্ষকের সুবাদেই সত্যজিৎ আবিষ্কার করেছিলেন পথের পাঁচালীর ১২ বছর বয়সী ‘দুর্গা’ উমা দাশগুপ্তকে।

পথের পাঁচালীর অপু-দুর্গার সম্পর্ক, তাদের ভাইবোনের একে অন্যের প্রতি গভীর টান, যা দর্শক হৃদয়ের ক্যানভাসে ভেসে বেড়াচ্ছে যুগ-যুগ ধরে।

Share

Follow us