রাজনীতি

রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জাতীয় পার্টির ব্যাপারে সিদ্ধান্ত : উপ-প্রেস সচিব

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার  বলেছেন,  বর্তমান সরকার কোনো রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, মতামত ও ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আজ ৩ নভেম্বর, ২০২৪ রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর বাসস।

জাতীয় পার্টির অফিসে হামলার হয়েছে সেটি আইন শৃঙ্খলা বাহিনী দেখছে উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, বর্তমান সরকার কোন রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতাকে ছোট করে শুধু একজনকে বড় করেছে আওয়ামী লীগ। তারা শুধু একজনের একটি কাল তৈরি করতে চেয়েছিল। তারা দেখাতে চেয়েছিল বাংলাদেশে সমস্ত কিছু শুধু একজনের জন্য হয়েছিল। তাজউদ্দিন, নজরুল ইসলামসহ চার নেতার অবদান অনেক। আমরা তাদের অবদানকে স্বীকার করি।

Share

Follow us