ক্রীড়াজাতীয়

জাতীয় যুবদিবস আগামীকাল

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : আগামীকাল শুক্রবার জাতীয় যুবদিবস। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে ‘জাতীয় যুবদিবস-২০২৪’ পালিত হবে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।’

জাতীয় যুবদিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।

এদিকে আজ ৩১ অক্টোবর, ২০২৪ বৃহস্পতিবার সকালে রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে দিবসটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খবর বাসস।

উল্লেখ্য, প্রতিবছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ক্যাটাগরিতে ১৭ টি পুরস্কার দেবে মন্ত্রণালয়।

জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আগামীকাল সকাল ৮ টায় ত্রিমোহনিতে ‘রামপুরা খাল ও জিরানী খাল’ পরিচ্ছন্নকরণ অভিযানের শুভ উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এছাড়াও যুব ও ক্রীড়া উপদেষ্টা সকাল ১০ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুবদিবস উদযাপন ও পদক প্রদান করবেন।

Share

Follow us