জাতীয়

বেক্সিমকো গ্রুপ পরিচালনায় রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশ

ঢাকা, (১৯ সেপ্টেম্বর, ২০২৪), ওপেন প্রেস ডেস্ক/বাসস : বেক্সিমকো গ্রুপ অব কোম্পানি পরিচালনার জন্য একজন রিসিভার নিয়োগে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

সেই আদেশের প্রকাশিত অনুলিপিতে রিসিভার নিয়োগের বিষয়টি রয়েছে এবং বেক্সিমকো গ্রুপ অব কোম্পানির সমস্ত সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করার নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে এই রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।

Share

Follow us