জয় দিয়ে শ্রীলংকা সফর শেষ করলো বাংলাদেশ নারী ‘এ’ দল
ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : জয় দিয়ে শ্রীলংকা সফর শেষ করলো বাংলাদেশ নারী ‘এ’ দল। আজ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ বৃহস্পতিবার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে শ্রীলংকা নারী ‘এ’ দলকে। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এর আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিলো সফরকারীরা। খবর বাসস।
কলম্বোর কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ১৬.২ ওভার ৫৪ রানে অলআউট হয় শ্রীলংকা। দলের পক্ষে মাত্র একজন ব্যাটার দুই অংক স্পর্শ করতে পারেন। চেতনা বিমুক্তি সর্বোচ্চ ১১ রান করেন।
বাংলাদেশের পাঁচ বোলারই উইকেটের দেখা পান। লেগ-স্পিনার রাবেয়া ৭ রানে ৩, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও মারুফা আক্তার ২টি করে উইকেট শিকার করেন। ১ উইকেট নেন সুলতানা খাতুন।
৫৫ রানের টার্গেট স্পর্শ করতে নেমে ৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর শুরুর ধাক্কা সামলে ৫০ বল বাকী রেখে বাংলাদেশের জয় নিশ্চিত করেন ওপেনার দিলারা আকতার ও উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা। দিলারা ৩৩ ও নিগার ১৪ রানে অপরাজিত থাকেন।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে নারী টি-টেয়েন্টি বিশ^কাপকে সামনে রেখে শ্রীলংকা সফরকে প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলো বাংলাদেশ নারী ‘এ’ দল। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই শ্রীলংকা সফর করেছিলো এই দলটি।