জাতীয়

দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিভাষণ শনিবার

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে আগামী ২১ সেপ্টেম্বর শনিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অভিভাষণ প্রদান করবেন।

প্রধান বিচারপতি অভিভাষণে বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বাসসকে আজ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ বৃহস্পতিবার এ কথা জানান। খবর বাসস।

এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, প্রধান বিচারপতি শনিবার সকাল ১০ টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে অভিবাসন প্রদান করবেন।

এই অনুষ্ঠানে অন্তর্র্বতীকালীন সরকারের আইন উপদেষ্টা ডঃ আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, বিচার বিভাগ সংস্কার কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, এটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক উপস্থিত থাকবেন।

দেশের ২৫ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেয়ার পর গত ১২ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবীদের উদ্দেশ্যে প্রদত্ত তার অভিষেক ভাষণে বিচার বিভাগ নিয়ে বিভিন্ন বিষয় উল্লেখ করে বক্তৃতা করেন। ২১ সেপ্টেম্বর অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি তার অভিভাষণে বিচার বিভাগ সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণ বিষয়ে বিশদ আলোকপাত করবেন।

Share

Follow us