জাতীয়

বাংলাদেশের বন্যার্তদের জন্য ৩৩ হাজার পাউন্ড সহায়তা যুক্তরাজ্যের

ঢাকা,, (২৬ আগস্ট, ২০২৪), ওপেন প্রেস ডেস্ক/বাসস : ফেনী, খাগড়াছড়ি এবং নোয়াখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত  মানুষের সাহায্যার্থে যুক্তরাজ্য বাংলাদেশকে ৩৩ হাজার পাউন্ড তাৎক্ষণিক মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

এই সহায়তার মাধ্যমে জরুরী অনুসন্ধান ও উদ্ধার কাজ, খাদ্য, নগদ অর্থ প্রদান, বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা করা হবে।  ষ্টার্ট ফান্ড বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর মাধ্যমে এটি বাস্তবায়িত হবে বলে জানানো হয়েছে।

Share

Follow us