মেহেরপুরে সাবেক মন্ত্রী ফরহাদসহ ১৯৫ জনের বিরুদ্ধে মামলা
মেহেরপুর, ওপেন প্রেস ডেস্ক : সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামসহ ১৯৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ ১৯ আগস্ট, ২০২৪ সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ২য় আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহার মামলাটি এফ আই আর-এর আদেশ দেন। খবর বাসস।
বাদিপক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন জানান, মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের হাসনাত জামান বাদী হয়ে মামলা দায়ের করেছে।
মামলার বাদী তার এজাহারে উল্লেখ করেছেন, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মেহেরপুর কলেজ মোড়ে শান্তিপূর্ণ সমাবেশ করছিল। এ সময় আসামিরা ধারালো রামদা, কিরিস, লোহার রডসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের ভয়ভীতি প্রদর্শন করে।