যুদ্ধবিরতির জন্যে চলমান আলোচনাই সম্ভবত শেষ সুযোগ : ব্লিংকেন
তেল আবিব, (১৯ আগস্ট, ২০২৪), ওপেন প্রেস ডেস্ক/বাসস ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেছেন, গাজা যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে চলমান আলোচনাই সম্ভবত শেষ সুযোগ।
ইসরায়েল সফররত ব্লিংকেন সোমবার এ কথা বলেন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যে ব্লিংকেন ইসরায়েল থেকে মঙ্গলবার মিসর যাবেন।
গতবছর ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর ব্লিংকেন নবমবারের মতো তেলআবিবে সফরে আসেন। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সাথে বৈঠক শেষে ব্লিংকেন বলেন, এটি একটি চূড়ান্ত সময়। জিম্মিদের বাড়ি ফিরিয়ে নেয়া, যুদ্ধ বন্ধ এবং সবাইকে শান্তি ও নিরাপত্তার পথে নিয়ে যেতে সম্ভবত এটিই সবচেয়ে ভালো ও শেষ সুযোগ।
উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর এ পর্যন্ত ৪০ হাজার ৯৯ জন ফিলিস্তিনী নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু। এছাড়া যুদ্ধে এ পর্যন্ত আহত হয়েছে ৯২ হাজার ৬০৯ জন।