রাজনীতি

গণহত্যাকারী-স্বৈরশাসককে টিকিয়ে রাখতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : গণহত্যাকারী ও স্বৈরশাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ  হাইকোর্টে আজ ১৩ আগস্ট, ২০২৪ মঙ্গলবার এ রিট করেছেন। খবর বাসস।

আগামীকাল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান রিটকারি আইনজীবী।

এই রিটে বিগত সরকারের সময় যারা সাংবিধানিক পদ, সংসদ সদস্য, স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন তাদের বিদেশে গমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির নির্দেশনাও চাওয়া হয়েছে বলে জানান রিটকারি আইনজীবী।

Share

Follow us