জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের কর্মসূচি:
ওপেন প্রেস প্রতিবেদক, ঢাকা :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল ১৩ আগস্ট রোববার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাব আজ শনিবার, ১২ আগস্ট ২০২৩ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবস তথ্য জানিয়েছে।
১৫ আগস্ট মঙ্গলবার জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল সাড়ে ১১টায় জহুর হোসেন চৌধুরী হলে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দুই দিনের কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সকল সদস্যের প্রতি অনুরোধ জানিয়েছেন।