জাতীয়

সহিংসতার ঘটনায় ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছেন : আইজিপি

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : ছাত্র-গণআন্দোলনে সহিংসতার ঘটনায় ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

আজ ১১ আগস্ট, ২০২৪, রোববার রাজধানীর পল্টনে রাজারবাগ পুলিশ হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। খবর বাসস।

আইজিপি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন র্যাব সদস্য রয়েছে। এছাড়া বিপূল সংখ্যক আহত হয়েছেন। তাদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালেই ৫০৭ জন চিকিৎসা নিয়েছেন।

এছাড়া হামলায় গুরুতর আহত ২৭ জন পুলিশ সদস্য ভর্তি রয়েছেন। যার মধ্যে একজন আইসিইউতে আছেন। আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি আহতদের পরিবারকে মানসিক সাপোর্ট ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

Share

Follow us