জাতীয়

ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ করার সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সচিবালয়ে নিজ কার্যালয়ে আজ ১১ আগস্ট, ২০২৪, রোববার প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর বাসস।

নাহিদ ইসলাম বলেন, ‘বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধের জন্য দায়ী ব্যক্তিদের পরিনতি ভোগ করতে হবে। ইন্টারনেট অ্যাক্সেস একটি অধিকার এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত করা বা বন্ধ করা মানবাধিকারের লঙ্ঘন।’

উপদেষ্টা বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তরুণ প্রজন্মের আকাঙ্খা পূরণের জন্য তরুণদের অংশগ্রহণকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে।

Share

Follow us