ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল দুপুরে দেশে আসছেন
ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল দেশে আসছেন। আগামীকাল দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণ করার কথা রয়েছে। আজ ৭ আগস্ট, ২০২৪ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। খবর বাসস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকা সময় দুপুর ২টা ১০ মিনিটে (জিএসটি +৬) দুবাই থেকে এমিরেটস ফ্লাইটে (ইকে-৫৮২) বিমানবন্দরে এসে পৌঁছবেন।