আর্ন্তজাতিক

মধ্যপ্রাচ্য নিয়ে ভিডিও কনফারেন্সে জি-৭ পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক

রোম, (৫ আগস্ট, ২০২৪), ওপেন প্রেস ডেস্ক/বাসস ডেস্ক : জি-৭ এর পররাষ্ট্র মন্ত্রীরা মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনার জন্য রোববার ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছেন। এই সময় তারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ইতালির পররাষ্ট্র মন্ত্রী এন্তোনিও তাজানি এই কথা বলেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, আমরা আমাদের অংশীদারদের সাথে একসাথে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বিষয়সমূহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি।

চলতি বছরের জি-৭ এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে ইতালি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা এই বিবৃতিতে আরো বলা হয়েছে, সংলাপ ও সংযমের পথে বাধা সৃষ্টি করবে এমন কাজ থেকে বিরত থাকতে আমরা সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এছাড়া মন্ত্রীরা গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুুক্তির জন্য আলোচনার অগ্রাধিকারের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন।

Share

Follow us