জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি

 ঢাকা, (১৬ জুন, ২০২৪), ওপেন প্রেস ডেস্ক/বাসস : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে তার উষ্ণ শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন।

‘প্রধানমন্ত্রী মোদি তাঁর চিঠিতে জোর দিয়ে বলেছেন, উৎসব আমাদের ত্যাগ, সহানুভূতি এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়,যা একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য।’ আজ এখানে ভারতীয় হাইকমিশনের একটি সরকারি সূত্র এ কথা জানিয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী ঈদুল আজহাকে ‘আমাদের বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র জানায়, মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।

Share

Follow us