জাতীয়

মানুষ পরিবার পরিজন নিয়ে ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরেছেন : রেলপথ মন্ত্রী

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ঈদে মানুষ পরিবার পরিজন নিয়ে ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছেন।

মন্ত্রী আজ ১০ এপ্রিল, ২০২৪, বুধবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ণপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। খবর বাসস।

মন্ত্রী বলেন, ‘বিগত দিনের তুলনায় এবারের ঈদে ট্রেনযাত্রা নিরাপদ ও নির্বিঘœ হয়েছে। এবার প্রধানমন্ত্রীর নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করার সামগ্রিক চেষ্টা করেছি, তাই সফল হয়েছি। মিডিয়ার মাধ্যমে পুরো জাতি এবার দেখেছে কতটা স্বস্তিতে মানুষ ঘরে ফিরেছে। যাত্রীরা নিজেরাই তাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেছেন- এবারে তারা স্বস্তিতে পরিবার পরিজন নিয়ে ট্রেনে বাড়ি ফিরেছেন।’

তিনি বলেন, ‘ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের ফিরতি টিকিট দেওয়া হয়েছে, যাতে মানুষ ঈদ করতে যেরকম স্বাচ্ছন্দ্যে বাড়িতে গিয়েছে, ঠিক একইভাবে তারা বাড়ি থেকে কর্মস্থলে ফিরতে পারেন। আমাদের চেষ্টা ফলপ্রসূ হয়েছে।’

এসময় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share

Follow us