জাতীয়

বাংলাদেশি ২০ এজেন্টকে পুরস্কৃত করলো এয়ার এশিয়া

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক (২১ ফেব্রুয়ারি, ২০২৪, বুধবার) : এয়ারলাইন্স নিয়ে কাজ করা বাংলাদেশের ২০টি শীর্ষ ট্রাভেল এজেন্টকে পুরস্কৃত করেছে মালয়েশিয়ার উড়োজাহাজ সংস্থা এয়ার এশিয়া। এজেন্টদের সম্মান জানাতে ও উৎসাহ দিতে প্রতি বছরই এ পুরস্কারের ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার রাজধানী ঢাকায় একটি হোটেলে এয়ার এশিয়ার ‘অ্যানুয়াল এজেন্ট কনফারেন্স ২০২৪’ অনুষ্ঠানে ২০ জন এজেন্টের হাতে পুরস্কার তুলে দেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ার এশিয়া এভিয়েশন গ্রুপ লিমিটেডের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার বো লিনগাম, এয়ার এশিয়ার চিফ রেভেনিউ এন্ড নেটওয়ার্ক পল গেরার্ড ক্যারল এবং টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেড-টাস গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক, ভাইস চেয়ারম্যান শেখ মামুন, ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলম চাকলাদার ও পরিচালক কাজী শাহ মোজাক্কের।
প্রবাসীদের যাতায়াত ও পণ্য আমদানি-রপ্তানি সুবিধা বাড়াতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট কার্যক্রম সম্প্রসারণ করতে চায় মালয়েশিয়াভিত্তিক এয়ারলাইনস এয়ার এশিয়া। অনুষ্ঠানে খুব শীঘ্রই এয়ার এশিয়ার বাংলাদেশ নামের নতুন এয়ারলাইন্স আনার ঘোষণা দেন জিএসএ প্রতিষ্ঠান টাস গ্রুপ।
অনুষ্ঠানে এয়ার এশিয়া ও টোটাল এয়ারলাইন্স সার্ভিসেস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্টরা উপস্থিত ছিলেন। খবর বাসস।

Share

Follow us