জাতীয়

জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

 রওশন ঝুনু : নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় প্রেস ক্লাব আজ ১৭ মার্চ রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় নানা কর্মসূচি। বেলা সাড়ে ১১টায় ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ সিদ্দিকী সোমা, জুলহাস আলম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি ওমর ফারুকসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এ ছাড়াও জাতীয় শিশু দিবস উপলক্ষে বেলা ১২টায় ক্লাব অডিটোরিয়ামে সদস্য সন্তানদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনে শিশুদের উদ্দেশ্যে সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি বলেন জাতির পিতা গোপলগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে সেই সময় জন্মগ্রহণ করেন যখন আমরা পরাধীন ছিলাম। আমাদের দেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। আজ তাই তোমরা সেই স্বাধীন দেশের নাগরিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদেরকে অনেক ভালবাসতেন। তাই বঙ্গবন্ধু’র জন্মদিনকে আমরা জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করি। চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট চিত্রশিল্পী ধ্রুব এষ। শিশু শিক্ষা বিষয়ক উপ—কমিটির আহ্বায়ক শাহনাজ সিদ্দীকি সোমার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ—সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো: আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য ফরিদ হোসেন, জুলহাস আলম ও শাহনাজ বেগম পলি প্রমুখ।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Share

Follow us