আর্ন্তজাতিক

চিলির দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে

ভিনা ডেল মার (চিলি), ওপেন প্রেস ডেস্ক (৪ ফেব্রুয়ারি, ২০২৪, রোববার) : চিলিতে দাবানল ছড়িয়ে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এ নজিরবিহীন দাবানল ছড়িয়ে পড়া এখনো অব্যাহত রয়েছে। এতে ইতোমধ্যে বহু ঘরবাড়ি পুড়ে গেছে। শনিবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র / বাসস

প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক পরিস্থিতির ব্যাপক বিপর্যয়ের কারণে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন। এদিকে সেখানের খরা পরিস্থিতি এবং তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এ সংকটকে আরো বাড়িয়ে তুলেছে।

শনিবার বিকেলে হেলিকপ্টারে করে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করার পর বোরিক বলেন, এ দাবানলে ইতোমধ্যে ৪৬ জন প্রাণ হারিয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা জানি যে এ সংখ্যা আরো বাড়বে।’

এমন বিপর্যয়কর পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ শনিবার রাত ৯টা থেকে দেশে কারফিউ জারি করেছে যাতে জরুরি সরবরাহ বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত জ্বালানি পৌঁছে দেওয়া যায়।

এরআগে শনিবার চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছিলেন যে দুপুর পর্যন্ত দেশের ৯২ স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। এসব দাবানলে ৪৩ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। দমকলকর্মীরা এখন পর্যন্ত ৪০টি স্থানের আগুন নিয়ন্ত্রণে এনেছে।

Share

Follow us