জাতীয়রাজনীতি

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি সংশ্লিষ্ট উপ-কমিটিসমূহের আহ্বায়ক ও সদস্য সচিবদের সমন্বয় সভা

 নিউজ ডেস্ক : আগামীকাল ২২ নভেম্বর ২০২৩, বুধবার, বিকাল ৩টায়, রাজধানীর তেজগাঁও-এ  অবস্থিত ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ-এর কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি সংশ্লিষ্ট উপ-কমিটিসমূহের আহ্বায়ক ও সদস্য সচিবদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

আজ ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার দলীয় কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের এমপি।

সভায় সভাপতিত্ব করবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ।

Share

Follow us