ব্রিটিশ কিংবদন্তি ডার্ক রক ব্যান্ড শিল্পী পেরি ব্যামন্টে’র মৃত্যু বরণ
ঢাকা, (২৭ ডিসেম্বর ২০২৫) ওপেনপ্রেস২৪ ডেস্ক /বাসস : ব্রিটিশ কিংবদন্তি ডার্ক রক ব্যান্ড দ্য কিওর-এর গিটারিস্ট ও কিবোর্ডবাদক পেরি ব্যামন্টে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। শুক্রবার ব্যান্ডটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। লন্ডন থেকে বার্তাসংস্থা এএফপি এখবর জানায়।
ব্যান্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ১৯৯০ সালে দ্য কিওর-এর পূর্ণ সদস্য হওয়া ব্যামন্টে বড়দিনের সময় নিজ বাসায় স্বল্প অসুস্থতার পর মারা যান।
বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় বন্ধু ও ব্যান্ডসঙ্গী পেরি ব্যামন্টের মৃত্যুর খবর নিশ্চিত করছি।’ আরো বলা হয়, ‘নীরব, গভীর, স্বতঃস্ফূর্ত, অবিচল ও অসাধারণ সৃজনশীল ‘টেডি’ ‘দ্য কিওর’-এর ইতিহাসের এক উষ্ণ হৃদয়ের, অপরিহার্য অংশ ছিলেন।
ব্যান্ডটি জানায়, ‘তার পরিবারের সব সদস্যের প্রতি আমাদের চিন্তা ও সমবেদনা। তাকে ভীষণভাবে মিস করা হবে।’
৬৬ বছর বয়সী প্রধান গায়ক রবার্ট স্মিথের নেতৃত্বে ‘দ্য কিওর’ কয়েক দশক ধরে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছে। সংগীতে নতুনত্ব ও মঞ্চে দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য স্মিথ বিশেষভাবে পরিচিত।
১৯৭৬ সালে ‘দ্য কিওর’ গঠিত হয়। ব্যামন্টে শুরুতে ১৯৮৪ সাল থেকে ব্যান্ডটির রোডক্রুর সদস্য ছিলেন। পরে তিনি দুই দফায় সংগীতশিল্পী হিসেবে যুক্ত হন। তিনি গিটার, ছয় তারের বেস ও কিবোর্ড বাজিয়েছেন।
প্রথম দফায় ১৯৯০ সাল থেকে টানা ১৪ বছর তিনি ব্যান্ডের সদস্য ছিলেন। দ্বিতীয় দফা শুরু হয় ২০২২ সাল থেকে।
বিবৃতিতে বলা হয়, ব্যামন্টে ‘উইশ’ (১৯৯২), ‘ওয়াইল্ড মুড সুইংস’ (১৯৯৬), ‘ব্লাডফ্লাওয়ার্স’ (২০০০), ‘অ্যাকুস্টিক হিটস’ (২০০১) এবং ‘দ্য কিওর’ (২০০৪)সহ একাধিক অ্যালবাম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রথম ১৪ বছরে তিনি ব্যান্ডের হয়ে ৪০০টিরও বেশি কনসার্টে অংশ নেন। তিন বছর আগে পুনরায় যোগ দেওয়ার পর আরো ৯০টি অনুষ্ঠানে পারফর্ম করেন।
ব্যান্ডটির মতে, পরবর্তী সময়ের এসব কনসার্ট ছিল ব্যান্ডের ইতিহাসের সেরা আয়োজনগুলোর মধ্যে অন্যতম।

