ক্রীড়া

গল টেস্টে জোড়া সেঞ্চুরিতে শান্তর রেকর্ড

ঢাকা, (২১ জুন, ২০২৫ শনিবার), ওপেন প্রেস২৪ ডেস্ক/বাসস:  গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। প্রথম ইনিংসে ১৪৮ রান করেছিলেন টাইগার দলপতি। ফলে রেকর্ড বইয়ে নাম উঠেছে শান্তর।

বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরির রেকর্ড গড়লেন শান্ত। দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক টেস্টে দু’বার শতক হাঁকালেন তিনি। এর আগে ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে ১৭৬ ও ১০৫ রানের দু’টি ইনিংস খেলেছিলেন মোমিনুল হক।

টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে দ্বিতীয়বারের মত এক টেস্টে দু’বার সেঞ্চুরির অনন্য কীর্তি গড়েছেন শান্ত। এর আগে ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১৪৬ ও ১২৪ রানের ইনিংস খেলেছিলেন টাইগার দলপতি।

বিশ্বের ১২তম ব্যাটার হিসেবে দুই টেস্টে জোড়া সেঞ্চুরির নজির গড়েন শান্ত। তবে অধিনায়ক হিসেবে টেস্টে জোড়া সেঞ্চুরি করা ১৬তম ব্যাটার তিনি।

বিদেশের মাঠে অষ্টম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির মালিক হয়েছেন শান্ত। তবে শ্রীলংকার মাটিতে এই প্রথম সফরকারী কোন ব্যাটার হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন তিনি।

উপমহাদেশের মাটিতে ষষ্ঠ অধিনায়ক হয়ে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন শান্ত। এর আগে উপমহাদেশের মাটিতে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ভারতের সুনীল গাভাস্কার, বিরাট কোহলি, পাকিস্তানের ইনজামাম উল হক, মিসবাহ উল হক এবং শ্রীলংকার ধনাঞ্জয়া ডি সিলভা।

২০১৭ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৩৬ টেস্ট খেলে ৭টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ২১৬২ রান করেছেন শান্ত।

Share

Follow us