জাতীয়

ফিলিস্তিনী রাষ্ট্রদূতের সাথে হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের বৈঠক

নিজস্ব প্রকিনিথি, ঢাকা :  অতি সম্প্রতি (৫ নভেম্বর, ২০২৩) ঢাকায় অবস্থানরত ফিলিস্তিনী রাষ্ট্রদূতমি. রামাদানের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের তিন সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল এক বৈঠকে মিলিত হন । সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য রঞ্জন কর্মকারের নেতৃত্বে প্রতিনিধিদলের অপর দু’জন সদস্য ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব ও ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া।

াজি ১১ নভেম্বর ২০২৩ শনিবার এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ এ সংবাদ জানান ।

বৈঠক চলাকালে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রাণা দাশগুপ্তের এক লিখিত বিবৃতি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়। উক্ত বিবৃতিতে গাজা উপত্যকায় নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনী জনগণ বিশেষ করে নারী ও শিশুদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, এর মধ্য দিয়ে ইসলায়েলী সেনাবাহিনী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে যা অনতিবিলম্বে বন্ধে আন্তর্জাতিক উদ্যোগের আবশ্যকীয়তা দেখা দিয়েছে । লিখিত বিবৃতিতে সুস্পষ্টভাবে বলা হয়, স্বাধীন প্যালেস্টাইন প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্য জুড়ে উদ্ভুত সমস্যার সমাধান নিহিত রয়েছে । রাষ্ট্রদূত প্রতিনিধিদলকে ফিলিস্তিনী দূতাবাসে আন্তরিক স্বাগত জানান ।

Share

Follow us