Uncategorized

শেখ হাসিনা ও জয়ের ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বিদেশে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ ২২ ডিসেম্বর, ২০২৪, রোববার দুদকের উপপরিচালক (জনসংযোগ) আখতারুল ইসলাম জানান, সাবেক প্রধানমন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে অনুসন্ধান শুরু হয়েছে বলে তিনি জানান। খবর বাসস।

এর আগে মঙ্গলবার শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ (জয়) ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও র্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

Share

Follow us