ক্রীড়া

সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগ্রেসরা

ঢাকা, (২৯ নভেম্বর, ২০২৪), ওপেন প্রেস ডেস্ক/বাসস : এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রানের বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বড় জয়ের দেখা পায় টাইগ্রেসরা।

র‌্যাংকিংয়ে নিচের দিকে থাকা আয়ারল্যান্ডের বিপক্ষে আধিপত্য বিস্তার করেই খেলতে  চেয়েছিল বাংলাদেশ। রেকর্ড জয়ের ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৫২ রান করে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের নজির গড়ে তারা। এরপর বল হাতে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। ২৮ দশমিক ৫ ওভারে ৯৮ রানে গুটিয়ে যায় আইরিশরা।

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচও জিততে হবে বাংলাদেশকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ জয়ের পর বাংলাদেশের পরবতী টার্গেট হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আসন্ন ঐ সিরিজের তিন ম্যাচ জয়ই প্রধান লক্ষ্য থাকবে তাদের। কারণ আগামী বছর ভারতে বসতে যাওয়া নারী ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য বাকি পাঁচ ম্যাচই জিততে হবে বাংলাদেশকে।

দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ পেসার মারুফা আক্তার বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি। প্রথম ম্যাচে আমরা জিতেছি। এখন আমাদের লক্ষ্য দ্বিতীয় ম্যাচে জয়।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় ম্যাচ জয়ের পর আমরা তৃতীয় ম্যাচ নিয়ে ভাববো। আমরা প্রথম ম্যাচে আধিপত্য বিস্তার করে জিতেছি, যা ছিল আমাদের প্রধান লক্ষ্য। আমরা এভাবেই জয়ের জন্য চেষ্টা করবো।’

জয় দিয়ে সিরিজ শুরু করলেও, দলকে সতর্ক করেছেন মারুফা। তিনি জানান, সিরিজে সমতা ফেরাতে নিজেদের সেরাটা উজার করে দিবে আয়ারল্যান্ড।

মারুফা বলেন, ‘তারা এখানে খেলতে এবং সিরিজ জিততে এসেছে। এতে কোনো সন্দেহ নেই, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে সেরা ক্রিকেটই খেলবে সফরকারীরা। তারা ভালো করেই জানে এই ম্যাচে হারলে তাদের সিরিজ জয়ের আশা শেষ হয়ে যাবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

Share

Follow us