রাজনীতি

দ্রুত নির্বাচন দেওয়া উচিত: মির্জা ফখরুল

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও জাতির মঙ্গলের জন্যই যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের প্রযোজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, ‘এ ধরনের সরকার (অর্ন্তর্র্বতী সরকার) যত বেশিদিন  থাকবে, ততবেশী সমস্যা তৈরি হবে। কারণ, এ সরকারের তো ম্যান্ডেট নেই। তারা নির্বাচিত সরকার নয়, এদের পেছনে শক্তিটা কোথায় ? এ জন্যই এই সরকারকে চিন্তা করতে হবে, যত দ্রুত সম্ভব, প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন দিতে হবে।’

বিএনপি মহাসচিব আজ ১৮ নভেম্বর, ২০২৪ সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিএনপি’র ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ এ সভার আয়োজন করে। খবর বাসস।

অন্তর্র্বতী সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘সংস্কার আমরা শুধু চাই না, আমরা এটা শুরু করেছি। আপনাদের কাছে অনুরোধ, যেভাবে এগুলো সুন্দর হয়, গ্রহণযোগ্য হয়, সেভাবে আপনারা এগিয়ে যান। আমরা এখন পর্যন্ত কোনো বাধার সৃষ্টি করিনি বরং প্রতিটি ক্ষেত্রে আপনাদের সমর্থন দিচ্ছি।

যদিও সচিবালয়ে স্বৈরাচারের ও ফ্যাসিবাদের দোসররা বসে আছেন। আপনি তাদের নিয়ে কীভাবে কাজ করবেন ?’

তিনি বলেন, ‘আমরা অবশ্যই সংস্কার চাই। তবে, সংস্কারের জন্য এমন সময় যেনো না নেওয়া হয়, যাতে জনগণের মাঝে ভ্রান্ত ধারণা তৈরি হয়। আমরা বলেছি, একজন দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। পার্লামেন্ট হতে হবে দ্বিকক্ষ বিশিষ্ট। বিচার বিভাগের সংস্কারের কথা আগেও বলেছি আমরা। তারেক রহমানের কথা দেশবাসী ও তরুণরা গ্রহণও করছেন।’

বাজার পরিস্থিতির কথা তুলে ধরে ফখরুল ইসলাম বলেন, ‘নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, শান্তি পাওয়ার কোনো কারণ নেই। তাও তো মানুষ মেনে নিচ্ছে। কারণ, আপনারা একটা সুন্দর নির্বাচন দেবেন। কাজেই ওটাকে দৃশ্যমান করুন, ব্যবস্থা নিন। বাজারের সিন্ডিকেট ভাঙতে পারেন বা না পারেন, চেষ্টা করুন।’

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে শহিদ রংপুরের আবু সাঈদের কথা উলে¬খ করে তিনি বলেন, ‘আবু সাঈদ রংপুরে যেভাবে দাঁড়াল, সেটা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। এসব বিষয় আপনাদের চিন্তা করতে হবে। সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনো কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। মনে রাখতে হবে, তারা তরুণ, তাদের অনেক উদ্দীপনা।’

মওলানা ভাসানী ব্যতিক্রমী রাজনৈতিক নেতা ছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ভাসানী কিংবদন্তি, তিনি বিরাট বটগাছ। তাঁর উত্থান একদম সাধারণ পরিবার থেকে। তাঁর ভেতরে একটা আগুন আছে। সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলনের জন্য তিনি কাজ করেছেন। সর্বত্র তার বিচরণ ছিল।

তাঁর আদর্শ আজকের রাজনীতির সঙ্গে মিলিয়ে নিতে হবে। চাপিয়ে দেয়া বৈষম্যের বিরুদ্ধে ছিল তার আন্দোলন।’

ফখরুল  ইসলাম বলেন, ‘আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেষ বর্ষের ছাত্র, তখন পল্টনে মাওলানা ভাসানী ডাক দিয়েছিলেন। সমাবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু হাজার হাজার লোক হয়েছিল। আমরা কী করে তাকে ভুলবো ? তিনি যখন অসুস্থ হয়ে পিজিতে চিকিৎসা নিচ্ছিলেন, সে সময় তিনি জিয়াউর রহমানকে বলেছিলেন তুমি তরুণ; তুমি সৎ; তুমি পারবে।’

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এ আলোচনা সভায় বিএনপি’র কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, হেলেন জেরিন খান, আসাদুল করিম, নাজমুল হক প্রমুখ বক্তৃতা করেন।

Share

Follow us