ক্রীড়া

গ্লোবাল টি-টোয়েন্টিতে ফাইনাল খেলার লক্ষ্য আশরাফুলের

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : এ মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া গায়ানা গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টি ক্রিকেটে খেলবে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল রংপুর রাইডার্স। আসন্ন আসরে ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানালেন রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। ওয়েস্ট ইন্ডিজের গায়ানা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

জিএসএল টুর্নামেন্ট নিয়ে আজ ১৪ নভেম্বর, ২০২৪ বৃহস্পতিবার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আশরাফুল বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়নে হবার জন্য আমাদের সেরাটা ঢেলে দিবো। জানি বিষয়টা কঠিন হবে। কিন্তু আমি মনে করি সবাই যদি দল হিসেবে খেলতে পারি তাহলে ফাইনাল খেলা সম্ভব।’ খবর বাসস।

আগামী ২৭ নভেম্বর থেকে প্রথমবারের মত টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে। ৭ ডিসেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে আসরটি। টুর্নামেন্টে অংশ নিতে ২২ নভেম্বর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে রংপুর।

টুর্নামেন্টকে সামনে রেখে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স।

গ্লোবাল টি-টোয়েন্টি দিয়ে পেশাদার কোচিং ক্যারিয়ার শুরু করবেন আশরাফুল।

আশরাফুল জানান, এই টুর্নামেন্টটি বাংলাদেশকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলবে। আশরাফুল বলেন, ‘অবশ্যই এটা সহজ হবে না। টুর্নামেন্টটি আমাদের জন্য কঠিন হবে, তবুও আমি মনে করি এটি আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য একটি দুর্দান্ত সুযোগ।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের খেলোয়াড়রা বৈশ্বিক টুর্নামেন্টে খেলার খুব বেশি সুযোগ পায় না। এজন্য অভিজ্ঞতা অর্জনের জন্য এটিই সেরা সুযোগ।’

রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, আফিফ হোসেন এবং মাহেদি হাসান। এছাড়া দলে চারজন বিদেশি খেলোয়াড় আছেন। তারা হলেন- ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউ ফোর্ড, ইংল্যান্ডের ওয়েন ম্যাডসেন ও জ্যাক চ্যাপেল এবং যুক্তরাষ্ট্রের হরমিত সিং।

টুর্নামেন্টে ১১ ম্যাচে পাঁচটি দল অংশ নিবে। দলগুলো হল- গায়ানা আমাজন ওয়ারিয়র্স, হ্যাম্পশায়ার হকস, লাহোর কালান্দার্স, রংপুর রাইডার্স এবং ভিক্টোরিয়া। টুর্নামেন্টে প্রাইজমানি ধরা হয়েছে ১ মিলিয়ন ডলার।

আশরাফুল জানান, রংপুর একটি ভারসাম্যপূর্ণ দল। ক্যারিবিয়ান উইকেটে ভালো করার সামর্থ্য আছে তাদের। তিনি বলেন, ‘দল হিসেবে রংপুর বেশ ভারসাম্যপূর্ণ। আমরা জানি যে এটি বিপিএলের অন্যতম শীর্ষ দল এবং অনেক গোছানো দল।’

তিনি আরও বলেন, ‘আমরা আরও তিন দিন অনুশীলন করবো। এরপর একটি অনুশীলন ম্যাচ খেলবো। ওয়েস্ট ইন্ডিজে আরও চার দিন অনুশীলন করবো।’

রংপুর রাইডার্স দল : নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, মাহেদি হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হরমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েন ম্যাডসেন (ইংল্যান্ড) এবং জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।

Share

Follow us