বৈশ্বিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান ড. ইউনূসের
ঢাকা, (১৩ নভেম্বর, ২০২৪), ওপেন প্রেস ডেস্ক/বাসস : প্রধান উপদেষ্টা ও ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও ওষুধ কোম্পানিগুলোকে নতুনভাবে সাজানোর আহ্বান জানিয়েছেন।
বুধবার আজ ১৩ নভেম্বর, ২০২৪ বুধবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, আজারবাইজানের রাজধানী বাকুতে কপ২৯ জলবায়ু সম্মেলনে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সাইডলাইন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। খবর বাসস।
আগের দিন, প্রফেসর ইউনূস কপ২৯-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন।
এছাড়া আজ বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।