ক্রীড়া

শারজাহতে ২৯ বছরের রেকর্ড ভাঙলেন মাহমুদুল্লাহ-মিরাজ

ঢাকা, (১১ নভেম্বর, ২০২৪), ওপেন প্রেস ডেস্ক/বাসস : সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ।

আজ ১১ নভেম্বর, ২০২৪ সোমবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পঞ্চম উইকেটে ১৮৮ বলে ১৪৫ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ ও এ ম্যাচের অধিনায়ক মিরাজ। এতে ভেঙে যায় ২৯ বছরের পুরানো রেকর্ড। খবর বাসস।

১৯৯৫ সালে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম উইকেটে ৭২ রান যোগ করেছিলেন বাংলাদেশের দুই সাবেক অধিনায়ক আকরাম খান ও আমিনুল ইসলাম। তাদের রেকর্ড ভেঙে শারজাহতে যেকোনে উইকেট জুটিতে সর্বোচ্চ রানের মালিক হলেন মাহমুদুল্লাহ ও মিরাজ।

এছাড়াও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন মাহমুদুল্লাহ ও মিরাজ। এতদিন আফগানদের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ২০১৫ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে পঞ্চম উইকেটে ১১৪ রান করেছিলেন মুশি ও সাকিব।

Share

Follow us