আর্ন্তজাতিকজাতীয়

ফি‌লি‌স্তি‌নে নিহতদের স্মর‌ণে এক‌দি‌নের শোক ঘোষণা করলেন শেখ হাসিনা

রওশন ঝুনু, ঢাকা : ফি‌লি‌স্তি‌নের গাজায় হাসপাতালে ইসরা‌য়ে‌লের হামলায় নিহতদের স্মর‌ণে এক‌দি‌নের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। আগামী শ‌নিবার ২১ অক্টোবর ২০২৩ শোক‌ দিব‌সে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধন‌মিত রাখা হবে।

আজ বৃহস্প‌তিবার ১৯ অক্টোবর ২০২৩ রাজধানীর তেজগাঁও‌ এ সড়ক ভবনে এক অনুষ্ঠা‌নে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি, শুক্রবার জুমার নামা‌জের পর গাজায় হতাহত‌দের জন্য দোয়ার আহ্বান জা‌নি‌যেছেন। সারাদেশের মসজিদ, ম‌ন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপসানালয়ে গাজাবাসীর জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানান সরকারপ্রধান।

সড়ক ভবনে শেখ হাসিনা বলেন, ইসরায়েল যেভাবে হাসপাতালে হামলা চালিয়েছে, যেভাবে নারী শিশুসহ অসুস্থ মানুষহুলোকে হত্যা করেছে,আমি এর নিন্দা জানাই। তিনি আরো বলেন, এ হামলা দ্রুত বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের জমি ফেরত দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিএন‌পির উদ্দেশ্যে ব‌লেন, যারা ইসরা‌য়ে‌লের প‌ক্ষে,  এখন তারা ইসরা‌য়েলের বর্বর আগ্রাস‌নের নিন্দা ও প্রতিবাদ কর‌ছে না,চুপ হয়ে আছে।তা‌দের আরো কিছু সমা‌লোচনা ক‌রেন শেখ হা‌সিনা।

Share

Follow us