রাষ্ট্রপতি সম্পর্কে আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সরকার একমত : অপূর্ব
ঢাকা, (২৩ অক্টোবর, ২০২৪), ওপেন প্রেস ডেস্ক/বাসস : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, অন্তর্র্বতী সরকার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র সম্পর্কে ‘মিথ্যা’ বলেছেন’ বলে যে বক্তব্য দিয়েছেন তার সাথে সরকার একমত।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় এখানে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এর আগে (রাষ্ট্রপতি সম্পর্কে) যা বলেছেন তার সাথে সরকার একমত…(তবে) রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’
ব্রিফিংকালে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সহকারী প্রেস সচিব নায়েম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক সাক্ষাৎকারে কিছু মন্তব্য করেন, যা রোববার দৈনিক ‘জনতার চোখ’ পত্রিকায় প্রকাশিত হয়।
এতে রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে বলা হয়, তাঁর কাছে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই।
ড. আসিফ নজরুল গতকাল (সোমবার) বলেছেন যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘তাঁর কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই’ মর্মে স্ববিরোধী বক্তব্য দিয়েছেন।
আইন উপদেষ্টা তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি নিজেই বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন।’ তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই বলে রাষ্ট্রপতি স্ববিরোধী বক্তব্য দিয়েছেন।’
তিনি যোগ করেন, ‘৫ আগস্ট উদ্ভূত পরিস্থিতিতে কী করবেন তা নির্ধারণ করতে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে উপদেষ্টার এখতিয়ার প্রয়োগ করে সুপ্রিম কোর্টের মতামত বা রেফারেন্স জানতে চেয়েছিলেন। এরপর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সকল বিচারপতি একটি মতামত দিয়েছেন। সেই মতামতের প্রথম লাইনটি ছিল, ‘যেহেতু দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন…।’
আইন উপদেষ্টা বলেন, রেফারেন্সে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতির স্বাক্ষর রয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার বঙ্গভবনের সামনে ও নগরীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।