জাতীয়

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বিশেষ দূতের সাভার-আশুলিয়ায় পোশাক শিল্প পরিদর্শন

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) এ হাফিজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উভয়ে আজ ২০ অক্টোবর ২০২৪ রোববার সাভার ক্যান্টনমেন্টের শিল্প নিয়ন্ত্রণ সেল পরিদর্শন করেছেন। খবর বাসস।

এ সময় সাভারের জিওসি এবং তার স্টাফবৃন্দ শিল্পখাতের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চ্যালেঞ্জ এবং বিদ্যমান স্থিতিশীলতা বজায় রাখতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে তাদের ব্রিফ করেন।

বিশেষ সহকারী ও বিশেষ দূত দুটি কারখানা পরিদর্শন করেন। এসময় তারা শ্রমিকদের সাথে কথা বলেন এবং মালিক ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

এছাড়া তারা জোন কন্ট্রোল সেল পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

Share

Follow us