আর্ন্তজাতিকজাতীয়

নারী ক্রিকেট : বাংলাদেশকে ১১৯ রানের টার্গেট দিল ইংল্যান্ড

শারজাহ, (৫ অক্টোবর, ২০২৪ শনিবার), ওপেন প্রেস ডেস্ক/বাসস : বাংলাদেশ বোলারদের দারুণ নৈপুন্যের সামনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ গড়তে পারেনি ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রান করেছে ইংলিশরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ বলে ৪৮ রানের  উদ্বোধনী জুটি গড়ে ইংল্যান্ড। পঞ্চম ওভারে দলীয় ৩২ রানে ভাঙ্গতে পারতো ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। বাংলাদেশের পেসার মারুফা আকতারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ইংলিশ ওপেনার মাইয়া বাউচারের ক্যাচ ফেলেন রাবেয়া খান। তবে সপ্তম ওভারের চতুর্থ বলে সেই রাবেয়ার বলে নাহিদা আকতারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ৩টি চারে ২৩ রান করা বাউচার।

পরের ওভারের শেষ বলে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট তুলে নেন লেগ-স্পিনার ফাহিমা খাতুন। ন্যাট চিভার ব্রান্টকে ২ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফাহিমা।

৫ রানে ২ উইকেট পতনের পর ২০ রানের জুটি গড়ে উইকেট পতন ঠেকান ওপেনার ড্যানিয়েল ওয়েট-হজ ও অধিনায়ক হেদার নাইট। ১২তম ওভারে নাইটকে ৬ রানে বোল্ড করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন রিতু মনি।

এরপর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ৭৩ থেকে ১১০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছে ইংলিশরা।

৫টি চারে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করা হজকে শিকার করে ইংল্যান্ডে রানের গতি থামিয়ে দেন বাঁ-হাতি স্পিনার নাহিদ আকতার।

মিডল অর্ডারে ইংল্যান্ডের আরও ৩ উইকেট ভাগাভাগি করেছেন ফাহিমা, নাহিদা ও রিতু। অ্যালিস ক্যাপসিকে ৯ রানে ফাহিমা, ড্যানিয়েল গিবসনকে ৭ রানে নাহিদা ও চার্লি ডিনকে ৪ রানে শিকার করেন রিতু। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। অ্যামি জোন্স ১২ ও সোফি একলেস্টোন ৮ রানে অপরাজিত থাকেন।

নাহিদা ৩২ রানে, ফাহিমা ১৮ রানে ও রিতু ২৪ রানে ২টি করে এবং রাবেয়া ১৫ রানে ১ উইকেট নেন।

Share

Follow us