জাতীয়

১৯৭ বিশ্বনেতার ড. ইউনূসের প্রতি দূঢ় সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি

ঢাকা, (৫ সেপ্টেম্বর, ২০২৪ ), ওপেন প্রেস ডেস্ক/ বাসস : শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ১৯৭ বিশ্বনেতা। একইসাথে তারা অন্তর্বতী সরকার ও বাংলাদেশের জনগণকে সহায়তার প্রতিশ্রুশ্রতি ব্যক্ত করেছেন। বিশ্বনেতাদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ শান্তি, অর্থনীতি, সাহিত্য, চিকিৎসা, রসায়ন ও পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী ৯২ রয়েছেন।

ড. ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব নেতাদের দেওয়া এ সংক্রান্ত বিবৃতি গতকাল বুধবার প্রকাশ করা হয়। বিবৃতিটি পিআর নিউজওয়্যার নামের একটি অনলাইনে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকা পুরো পৃষ্ঠাজুড়ে বিজ্ঞাপন আকারে প্রকাশ করেছে।

বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা বলেন, তাঁরা বাংলাদেশের নতুন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত।

বিবৃতিতে বিশ্বনেতারা বলেন, বাংলাদেশের অন্যদের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরশাসনের একজন ভুক্তভোগী। একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের শক্তির প্রতি তাঁরা ধন্যবাদ জানাচ্ছেন। এই শক্তি স্বৈরাচার হটিয়ে আশার জন্ম দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, যেমনটি অধ্যাপক ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে। আর এখন জাতি হিসেবে বাংলাদেশিদের সামনে বিপুল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন এবং সমাজকর্মী জেন গুডল বিবৃতিতে লিখেছেন, ‘যেভাবে বাংলাদেশের তরুণরা মুহাম্মদ ইউনূসকে অনুপ্রাণিত করেছে,আমরা জানি তেমনি তিনিও নেতৃত্বমূলক ভূমিকা পালনের মাধ্যমে তরুণদেরকে অনুপ্রাণিত করবেন এবং বাংলাদেশকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবেন।’

বিবৃতিতে বলা হয়, ‘আমরা বছরের পর বছর ধরে অধ্যাপক ইউনূসকে সমর্থন দিতে পেরে গর্বিত। এটি বাংলাদেশের জন্য একটি রোমাঞ্চকর নতুন ভোরের সূচনা। আমরা আগামী মাস ও বছরগুলোতে তাঁর এবং বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করি।’

বিবৃতিতে স্বাক্ষরদাতারা বলেন, ‘আমরা অধ্যাপক ইউনূসকে শেষ পর্যন্ত পুরো দেশের, বিশেষ করে দেশের সবচেয়ে প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করার জন্য মুক্ত হতে দেখে উচ্ছ্বসিত। এই কাজ তিনি ছয় দশক ধরে অত্যন্ত জোরেশোরে ও সাফল্যের সঙ্গে করে আসছেন।’

এতে আরও বলা হয়, ‘আমরা এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে নোবেলজয়ী ড. ইউনূস প্রবাসী বাংলাদেশিসহ সারা বিশ্বের লাখ লাখ তরুণকে সমাজের উন্নতির জন্য অনুপ্রাণিত করবেন।’

বিশ্বনেতারা বলেন, ‘বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনার জন্য অন্তর্বতী সরকারের প্রতিশ্রুতি ও গণতন্ত্রের বিকাশ ঘটতে দেওয়ার অঙ্গীকারকে আমরা সাধুবাদ জানাই।’

বিবৃতিতে বিশ্ব নেতৃবৃন্দ উল্লেখ করেন, ‘একটি নতুন ও উন্নত সভ্যতা বিনির্মাণে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ ও অন্তর্বতী সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যেতে আমরা যে কোনো উপায়ে সাহায্য করতে প্রস্তুত। কারণ, এ বিষয়ে অধ্যাপক ইউনূস বারবার আমাদের কাছে আহ্বান জানিয়েছেন।’

বিবৃতিতে স্বাক্ষর করা জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন বলেছেন, ‘আমি আন্তকিভাবে আশা করি যে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের জনগণ স্বাধীনতা ভোগ করতে পারবে এবং তিনি বাংলাদেশকে একটি স্বাধীন এবং গণতান্ত্রিক দেশে রুপান্তরের ক্ষেত্রে ভূমিকা রাখবেন।’

Share

Follow us