প্রধান উপদেষ্টার পক্ষে ৮ কোটি টাকার আনুদানের চেক গ্রহণ ত্রাণ উপদেষ্টার
ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক আট কোটি ১৫ লাখ ৮০ হাজার ১৪৯ টাকা অনুদানের চেক গ্রহণ করেছেন।
আজ ২ সেপ্টেম্বর, ২০২৪ সোমবার বিকেলে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এসব অনুদানের চেক গ্রহণ করেন তিনি। খবর বাসস।
এর মধ্যে রয়েছে, মধুমতি ব্যাংক ৫৯ লাখ ৫০ হাজার ১৫৩, এশিয়ান রিজেন্সি তিন লাখ ৯২ হাজার ৬৮৩, পান্না ব্যাটারী লিমিটেড ২৫ লাখ, নভেল হ্যারিকেন নিট গার্মেন্টস লিমিটেড ২০ লাখ, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এক কোটি ৫০ লাখ, ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কোম্পানি লিমিটেড ১৫ লাখ ৩৩ হাজার ৭১৪, পূবালী ব্যাংক পিএলসি ৫ কোটি, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি আট লাখ ৬২ হাজার ৪৭৪, এ্যাকশন এইড ১০ লাখ, এমইপি গ্রুপ ১০ লাখ, চাইল্ড ফাউন্ডেশন এক লাখ ৫০ হাজার, নিকি থাই এ্যালোমেনিয়াম তিন লাখ ৩২ হাজার ৩৬৫, হানদা টেক্সটাইল লিমিটেড দুই লাখ ২১ হাজার ৭৭২, ফিনানসিয়াল এক্সপ্রেস এক লাখ ৩৬ হাজার ৯৮৮ ও কাহনা নাজেল পাঁচ লাখ টাকা।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান ।