সাবেক সংসদ সদস্য সাদেক খান গ্রেফতার
ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আজ ২৪ আগস্ট, ২০২৪ শনিবার সন্ধ্যায় একটি হত্যা মামলায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর বাসস।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকা থেকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় পেনাল কোড ৩০২, ১০৯, ১১৪ ও ৩৪ ধারা উল্লেখ করা হয়েছে। যার মামলা নম্বর ১৪।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মো. সবুজ রহমান বাসসকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মোহাম্মদপুর থানাধীন বসিলার তিন রাস্তায় সুজন হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।