রাজনীতি

রাশেদ খান মেনন গ্রেফতার

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান এক ক্ষুদে বার্তায় বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ২২ আগস্ট, ২০২৪ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাশেদ খান মেননকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এখনও তা নিশ্চিত করে জানানো হয়নি।

Share

Follow us