জাতীয়

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে পানি সম্পদ মন্ত্রণালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক :  চলমান বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর-০১৩১৮২৩৪৫৬০ আজ ২২ আগস্ট, ২০২৪ বৃহস্পতিবার পানি সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞাপ্তিতে একথা জানায়। খবর বাসস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক বিষয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে মনিটরিং করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: রবিউল আলম (মোবাইল: ০১৯৯২৪৩৯৩৪৭)।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীগণ চলমান বন্যা পরিস্থিতি বিষয়ে সংশ্লিষ্ট জেলায় স্থাপিত কন্ট্রোল রুম ও পানি উন্নয়ন বোর্ডে স্থাপিত কন্ট্রোল রুমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে এ বিষয়ে সর্বশেষ তথ্য সংগ্রহ করে সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন পেশ করবেন।

Share

Follow us