এইচএসসির স্থগিত বিষয়গুলোর পরীক্ষা বাতিল
ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত হওয়া বিষয়গুলো অনিবার্য কারণে বাতিল করেছে বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আজ ২০ আগস্ট, ২০২৪ মঙ্গলবার রাতে বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। খবর বাসস।
প্রফেসর তপন কুমার সরকার বাসস’কে জানান, ‘এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিত বিষয়গুলোর ফলাফল কিভাবে তৈরি হবে তা চূড়ান্ত করে শিগগিরই জানিয়ে দেয়া হবে।’ আমরা দু-এক দিনের মধ্যে বোর্ড কন্ট্রোলারদের নিয়ে বৈঠকে করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে আজ দুপুরে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক জরুরী বৈঠকে এসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর বিষয়ে জরুরী বৈঠক হয়েছিল।