ট্রাম্পকে ‘পরাজিত’ এবং ‘দন্ডপ্রাপ্ত অপরাধী’ বলে নিন্দা করেছেন বাইডেন
শিকাগো, (২০ আগস্ট, ২০২৪), ওপেন প্রেস ডেস্ক /বাসস ডেস্ক : প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার শিকাগোতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে আবেগঘন বিদায়ী বক্তৃতা দেওয়ার সময় নভেম্বরের (২০২০) নির্বাচনে ‘হেরে যাওয়া’ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য কমলা হ্যারিসকে সমর্থন করেছেন।
৮১ বছর বয়সী বাইডেন হ্যারিসের আগের অবদানগুলো তুলে ধরে আমেরিকানদের ‘একজন দোষী সাব্যস্ত অপরাধীর পরিবর্তে ওভাল অফিসে একজন প্রসিকিউটর বসানোর’ অনুরোধ করেছেন। বাইডেন গত জুলাইয়ে আগামী নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ান।