সারাদেশে ৫৯৯টি থানার কার্যক্রম পুনরায় চালু : পুলিশ হেডকোয়ার্টার্স
ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : সারাদেশের ৫৯৯টি থানার কার্যক্রম আজ পুনরায় শুরু হয়েছে। আজ ১১ আগস্ট, ২০২৪, রোববার পুলিশ সদর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেল ৩টা পর্যন্ত সারাদেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে। আগামী দু’এক দিনের মধ্যে বাকী ৪০ টি থানা পর্যায়ক্রমে চালু হবে।
গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্ষতিগ্রস্থ থানাগুলোর কার্যক্রম বন্ধ ছিল। খবর বাসস।