প্রতিরক্ষা সহায়তা জোরদারে সম্মত ফিলিপাইন ও জার্মানি
ম্যানিলা, (৫ আগস্ট, ২০২৪), ওপেন প্রেস ডেস্ক/বাসস ডেস্ক : ফিলিপাইন ও জার্মানি প্রতিরক্ষা সহায়তা জোরদারে সম্মত হয়েছে।
চীনের সাথে একের পর এক সংঘর্ষের পর ম্যানিলার পিছিয়ে আসার প্রেক্ষাপটে উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা রোববার এই কথা জানিয়েছেন।
জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস এবং ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রী গিলবার্তো টিওডোরো ম্যানিলায় বৈঠক করেন। তারা চলতি বছরের শেষ নাগাদ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের অঙ্গীকার করেন।
টিওডোরো বলেন, চুক্তিতে সক্ষমতা, প্রশিক্ষণ ও তথ্য বিনিময়ের প্রেক্ষিতে পারষ্পরিক বোঝাপড়ার ওপর গুরুত্বারোপ করা হবে।
বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন ও চীনা জাহাজের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। চীন দক্ষিণ চীন সাগরের পুরোটাই নিজের বলে দাবি করে আসছে।
এই প্রেক্ষিতে ম্যানিলা ও জার্মানি দু’দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ মেয়াদি সম্পর্ক গড়ার অঙ্গীকার করেছে। এদিকে ফিলিপাইন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাথেও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে আগ্রহী।
উল্লেখ্য, জার্মানি ফিলিপাইনের পুরনো প্রতিরক্ষা মিত্র। দ’ুদেশের মধ্যে ১৯৭৪ সালে যে প্রশাসনিক চুক্তি সম্পাদিত হয় তাতে জার্মানিতে ফিলিপিনো সৈন্যদের প্রশিক্ষণের কথা রয়েছে।