আর্ন্তজাতিক

কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে ৩০ জন নিহত : এইচআরডব্লিউ

নাইরোবি,  (২৯ জুন, ২০২৪), ওপেন প্রেস ডেস্ক/বাসস ডেস্ক : কেনিয়ায় এ সপ্তাহান্তে সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।  পূর্ব আফ্রিকার এ দেশে একবারে অনেক বেশি কর বাড়ানোর সরকারি পদক্ষেপের প্রতিবাদ চলাকালে নিরাপত্তা বাহিনীর অভিযানে এসব লোক নিহত হয়। হিউম্যান রাইটস ওয়াচ মনিটর শনিবার এ জানিয়েছে। খবর এএফপি’র।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ‘কেনিয়ার নিরাপত্তা বাহিনী ২৫ জুন মঙ্গলবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের উপর সরাসরি গুলি চালায়।’

হিউম্যান রাইটস ওয়াচের আফ্রিকা বিষয়ক সহযোগী পরিচালক ওটসিয়েনো নামওয়ায়া বলেন, ‘কোন যৌক্তিকতা ছাড়াই বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালানো হয়। এমনকি যেসব বিক্ষোভকারী পালিয়ে যাচ্ছিল তাদেরকে লক্ষ্য করেও গুলি চালানো হয়। কেনিয়ার এবং আন্তর্জাতিক আইনে  নিরাপত্তা বাহিনীর এ ধরনের পদক্ষেপ একেবারে অগ্রহণযোগ্য।’

Share

Follow us