নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
কিংস্টন (১৩ জুন, ২০২৪), ওপেন প্রেস ডেস্ক /বাসস : কিংস্টনে টি-টোয়েন্টি বিশ^কাপের গ্রুপ ‘ডি’তে কিংস্টনে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ।
এবারের বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে আসর শুরু করেছিলো বাংলাদেশ। তবে পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরে যায় টাইগাররা। আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখে খেলতে নেমেছে বাংলাদেশ। ২ ম্যাচে ২ পয়েন্ট আছে বাংলাদেশের।
২ ম্যাচে ২ পয়েন্ট আছেন নেদারল্যান্ডসেরও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে ডাচরা। তেয়া নিদামানুরুর জায়গায় একাদশে ফিরেছেন অফ স্পিনার আরিয়ান দত্ত।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস একাদশ : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সিব্রান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিডি, আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন ও ভিভিয়ান কিংমা।